imranmithun.blogspot.Com


অনাকাঙ্ক্ষিত বাক্তির নিকট হতে ডাটাকে ডিলিট ও কপি করার হাত থেকে বাচান।

মঙ্গলবার, আগস্ট ১৪, ২০১২0 comments


আসালামু আলাইকুম ।আজ আমি যে টিউন করবো  সেটি হল, আমরা অনেক সময়ই বিভিন্ন ফাইল কিংবা ফোল্ডারকে পাসওয়ার্ড দিয়ে রাখি যেন কেউ তা দেখতে না পারে, তবে ওর কিন্তু ফাইলটি ডিলেট করার পারমিশন থেকেই যায় ! কিন্তু আমি বলোবো তার এ পারমিশন নেই, ফাইলটি সে কপিও করতে পারবে না ছোট্ট একটি সফটওয়ারের মাধ্যমে যা সম্বব সফটওয়্যারটির নাম Easy File Lockerএটি একটি ফ্রীওয়্যার সফটওয়্যার যার সাইজ মাত্র ৩০০ কেবি এর মতো! এটি দিয়ে আপনি যা যা করতে পারবেন-
 ১ফাইল হাইড করে রাখতে পারবেন
ফোল্ডার হাইড করে রাখতে পারবেন
Write অপশন ডিজেবল করে রাখতে পারবেন
ডিলেট অপশন ডিজেবল করে রাখতে পারবেন
Access অপশন ডিজেবল করে রাখতে পারবেন মানে হলো ফাইল দেখা যাবে কিন্তু ওপেন করা যাবে না
এবং আরো অনেক কিছু
Download Easy File Locker
ধন্যবাদ সবাইকে।সবার প্রতি আমার শুভ কামনা রইলো।
Share this article :

একটি মন্তব্য পোস্ট করুন

 
Support : Syntax | Created by:imranmithun |
Copyright © 2011. Syntax IT World - All Rights Reserved
Template Modify by IMRAN MITHUN