imranmithun.blogspot.Com


কম্পিউটার স্লো মনে হচ্ছে? তাহলে এখনি ফাস্ট করে নিন ....।

সোমবার, আগস্ট ১৩, ২০১২0 comments

আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা  করি আল্লাহর রহমতে ভালোই আছেনপ্রথমেই আমি কম্পিউটার স্লো হয়ে গেলে দ্রুত করার কয়েকটি সমাধান নিয়ে আলোচনা করব    এতে কাজের গতি বৃদ্ধি পাবে, অহেতুক ঝামেলা নিয়ে অতিরিক্ত  টেনসন করতে হবে না  ।   আমরা অনেকে এক্সপি, ২০০০, সেভেন  কিংবা  এইট  ইউস করিআবার কখনো ৯৮ ইউস করতে দেখা 
যায়  যাইহোক, যা বলছিলাম, সকল অপারেটিং সিস্টেমে সমসার টাইটেল একই হলেও সমাধানের প্রকার একটু ভিন্নআসুন দেখে নেই স্পীড বাড়ানোর জন্য কোন কোন ফর্মুলা এপ্লাই করা 
যেতে পারে ।  প্রথমে মাই কম্পিউটার  এর প্রপার্টিস এ যান   


তারপর  এডভান্স অপশন সিলেক্ট  করুন 
পারফরমেনস অপশনস এর থার্ড অপশন এডজাস্ট ফর বেস্ট পারফরমেন্স সিলেক্ট করে ok  করি 
তারপর ডেস্কটপ এ  right বাটন ক্লিক করে প্রপার্টিস এ গিয়ে থিমস এ Windows ক্লাসিক সেট করে নিন, তারপর ok করুন    
 

কাজটি ok করার পর স্ক্রিন সেভারও অফ করে রাখুন  এর ফলে আপনার কম্পিউটার এর গ্রাফিক্স এফেক্ট  অফ হয়ে যাবে, রেম এর উপর চাপ কম হবে, যার ফলে আগের চেয়ে বেশি স্পীড পাবেন   

ভার্চুয়াল মেমরি বাড়িয়ে নিন : প্রথমে মাই কম্পিউটার  এর প্রপার্টিস গিয়ে  এডভান্স অপশন সিলেক্ট  করুন, পারফরমেন্স অপশন এর  সেটিং এ ক্লিক করে আবার advance এ ক্লিক করুন  

পারফরমেন্স অপশন এর ভার্চুয়াল  মেমরি এর change অপশন এ ক্লিক করুন 

এখানে কাস্টম সাইজ এ আপনার রেম এর মেমরির দিগুন সাইজ সেট করুন ইনিশিয়াল সাইজ এ, আর  তার ডাবল সাইজ সেট করুন  মাক্সিমাম সাইজ এ, তারপর ok করে রিস্টার্ট চাইলে রিস্টার্ট দিন

অতিরিক্ত সকল ফাইল রিমুভ করুন  : 
স্টার্ট মেনুতে ক্লিক করে রান এ ক্লিক করুন, তারপর লিখুন "prefetch" এন্টার দিন, সকল ফাইল মুছে ফেলুন
 একইভাবে  temp  %temp% cookies  inf  লিখে একে একে এন্টার দিয়ে সব ফাইল মুছে ফেলুন
 এখন দেখুন  আপনার কম্পিউটার আগের চেয়ে দ্রুত গতির হয়েছে ভালো থাকবেন সবাই    ধন্যবাদ  ।  শুভ কামনা রইলো সবার জন্য 
Share this article :

একটি মন্তব্য পোস্ট করুন

 
Support : Syntax | Created by:imranmithun |
Copyright © 2011. Syntax IT World - All Rights Reserved
Template Modify by IMRAN MITHUN