imranmithun.blogspot.Com


জটিল কিছু ছবি আঁকুন খুব সহজেই !

সোমবার, জুলাই ১৫, ২০১৩0 comments

আসসালামু আলাইকুম, সবাই আশা করি ভালো আছেন। আমিও আল্লাহ্‌র রহমতে ভালোই আছি। আমি একটা অসাধারণ ওয়েবসাইট এর সন্ধান পেলাম।এরকম ছবি এডিট বা ড্রয়িং জাতীয় ওয়েবসাইট প্রথম পাইলাম।এর মাধ্যমে খুব সহজেই জটিল জটিল সব আর্ট করতে পারবেন।এমনকি ফটোশপ এক্সপার্ট ছাড়া এই রকম আর্ট করা বলতে গেলে অসম্ভব।তাহলে  কিভাবে আপনি জটিল ধরনের আর্ট তৈরি করতে পারবেন।


প্রথমে এই ওয়েবসাইট এ যান ► http://weavesilk.com/
সেখানে গেলে খুব অপরূপ একটা সাইট দেখতে পারবেন।সেখানে নিচেই দেখবেন Draw Something লিখা আছে। সেইখানে ক্লিক করুন।
ক্লিক করলে আপনাকে ছবি আঁকার এক প্লাটফর্ম এ নিয়ে যাওয়া হবে।ডানদিকে কিছু টুল দেখতে পারবেন।সেখানে  একটা বাটন আছে যেটার নাম Controls।সেখানে ক্লিক করুন।এখান থেকে স্টাইল আর কালার সিলেক্ট করুন।আবার আপনি আঁকার চেষ্টা করুন।দেখুন কত সুন্দর সুন্দর ছবির সৃষ্টি হচ্ছে।আমার মত ছবি আঁকায় অনভিজ্ঞ মানুষও খুব সহজেই খুব সুন্দর চমৎকার আর্ট তৈরি করতে পাররেন।

তবে এটা ডাউনলোড করার জন্য ডান দিকে ছোট্ট ক্যামেরা এর বাটন আছে। সেটাতে ক্লিক করুন। সেটাতে রাইট ক্লিক করে Save image As এর মাধ্যমে সেভ করুন আর ডাউনলোড করুন।ধন্যবাদ ।
Share this article :

একটি মন্তব্য পোস্ট করুন

 
Support : Syntax | Created by:imranmithun |
Copyright © 2011. Syntax IT World - All Rights Reserved
Template Modify by IMRAN MITHUN